শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আজানের শব্দ ভালোবাসি : কঙ্গনা

| প্রকাশিতঃ ২৩ এপ্রিল ২০১৭ | ৯:৫৩ পূর্বাহ্ন

সোনু নিগমের টুইট প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন কঙ্গনা রানাওয়াত। বললেন, আজানের শব্দ তিনি ভালোবাসেন। সমর্থন করেন সোনু নিগমের বক্তব্যকেও।

ভারতে বলপূর্বক আধ্যাত্মিকতা নিয়ে সরব হয়েছিলেন সোনু নিগম। আজানের শব্দ, মন্দির বা গুরুদ্বারে আলো জ্বালানো নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার বক্তব্যের সমর্থন করেন কেউ কেউ। অনেকে আবার সমালোচনা করেন। তা নিয়ে প্রশ্ন করা হয় কঙ্গনাকে।

সংবাদমাধ্যমকে তিনি জানান, আমি কারোর পক্ষে কথা বলব না। কিন্তু, ব্যক্তিগতভাবে আজানের শব্দ ভালোবাসি। তনু ওয়েডস মনু সিনেমার শুটিংয়ের জন্য যখন লখনউতে ছিলাম, আজানের শব্দ ভালো লাগত। তবে আমি শুধু আমারটা বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে মন্দির, মসজিদ বা চার্চে যেতে ভালোবাসি।

সোনু নিগমের বক্তব্য নিয়ে কঙ্গনা জানান, আমি আবারও বলছি এটা আমার ব্যক্তিগত মতামত। তা বলে আমি বলছি না যে, সোনুর বক্তব্য গ্রহণযোগ্য নয়। সোনু যাই বলুন না কেন তার মতামতকে সম্মান করা উচিত। এ বিষয়ে আলোচনা করা উচিত।