শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ দলের জয়

| প্রকাশিতঃ ২৬ এপ্রিল ২০১৭ | ৭:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ দল’ সবকটি পদে জয় লাভ করেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে চবি শিক্ষক সমিতির ৮২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক সমিতির নির্বাচনে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ থেকে পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিহির কুমার রায়। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা দল থেকে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুল মান্নান। সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন হলুদ দল থেকে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সাদা দল থেকে ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

এছাড়াও হলুদ দলের হয়ে সহ-সভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হক, যুগ্ম-সম্পাদক পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস এবং সদস্য পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক এসএম সালামত উল্ল্যাহ ভূঁইয়া, চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শায়লা শারমিন, ফলিত পদার্থ বিদ্যা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বখতেয়ার উদ্দিন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইফতেখার আরিফ জয়লাভ করেছেন।