শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

প্রধান শিক্ষক মুজিবের অপসারণ দাবিতে মানববন্ধন

| প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০১৭ | ৭:৫৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম: মির্জা আহমেদ ইস্পাহানী বিদ্যালয়ের পাঠদান স্বীকৃতি বাতিলের জন্য প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. মুজিবকে দায়ী করে তাকে অপসারণসহ ৫দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহন করেন।

দাবিগুলো হলো- অবিলম্বে প্রধান শিক্ষক মুজিবকে অপসারণ, শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক স্কুলের একাডেমীক স্বীকৃতি বাতিলের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, দোষী ব্যক্তিদের বাদ দিয়ে স্কুল পরিচালনা পরিষদ পূনর্গঠন, স্কুলের ফি সমূহ মধ্যবিত্তের সামর্থ্য অনুযায়ী পুনঃনির্ধারন, ২০ শতাংশ দরিদ্র শিক্ষার্থীদের আলাদা দারিদ্র কোটার মাধ্যমে সকল ফি মওকুফ করা।

মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসীম। প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষে বক্তৃতা দেন মাহফুজুর রহমান মাহি।

তিনি বলেন, এই স্কুলকে ১৮ কাঠা জমি মাত্র ১৮ টাকায় বরাদ্ধ দেয়া হয় একটি সেবা প্রতিষ্ঠান হিসাবে। কিন্তু আজ এই সেবা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে প্রধান শিক্ষক মুজিব স্বেচ্ছাচারীতার আশ্রয় নিয়েছে। তার কারণে স্কুলের একাডেমিক স্বীকৃতি বাতিল হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীরা তার এই অন্যায় মেনে নেবে না। এ কারনে এই দুর্নীতিবাজ শিক্ষকের অপসারণ দাবী করছি।

পরে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের মানুষের কাছে দাবি সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচী শেষ করা হয়।