মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

আসালাঙ্কা-রাজাপাকসের ঝড়ে বাংলাদেশের হতাশার হার

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০২১ | ৭:৪০ অপরাহ্ন


খেলাধুলা ডেস্ক : নাঈম শেখ-মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ, জেগেছিল জেতার আশা। রান তাড়ায় চারিথা আসালাঙ্কার উড়ন্ত সূচনার পর জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফিরিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু আসালাঙ্কাকে আটকানো গেল না। তার সঙ্গে মিলে ঝড় তুলনে ভানুকা রাজাপাকসে, গুরুত্বপূর্ণ সময়ে এই দুজনের ক্যাচই ফসকে গেল লিটন দাসের হাত থেকে। মাহমুদউল্লাহর দল পুড়ল স্বপ্ন ভঙ্গের বেদনায়।

রোববার শারজায় বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে আগে ব্যাট করে বাংলাদেশের করা ১৭১ রান ৭ বল আগেই পেরিয়ে যায় লঙ্কানরা।

দলকে জেতাতে মাত্র ৪৯ বলে ৫ চার, ৫ ছক্কায় ৮০ রানের অপরাজিত ইনিংস খেলেন আসালাঙ্কা। ৩১ বলে ৫৩ করে যান রাজাপাকসে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৭১/ ৪ (নাঈম ৬২, লিটন ১৬, সাকিব ১০, মুশফিক ৫৭*, আফিফ ৭, মাহমুদউল্লাহ ১০* ; করুনারত্নে ১/১২ , বিনুরা ১/২৭, চামিরা ০/৪১, কুমারা ১/২৯, আসালাঙ্কা ০/১৪, হাসারাঙ্গা ০/২৯, শানাকা ০/১৪ )

শ্রীলঙ্কা: ১৮.৫ ওভারে ১৭২/৫ (পেরেরা ১, নিশানকা ২৪, আসালাঙ্কা ৮০* , আবিস্কা ০, হাসারাঙ্গা ৬ , রাজাপাকসে ৫৩, দাসুন ১* ; নাসুম ২/২৯, শেখ মেহেদী ০/৩০, সাইদুদ্দিন ১/৩৮, সাকিব ২/১৭ , মোস্তাফিজ ০/২২ ,মাহমুদউল্লাহ ০/২১, আফিফ ০/১৫)

ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: চারিথা আসালাঙ্কা।