শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবি ছাত্রলীগের কমিটি স্থগিত

| প্রকাশিতঃ ৪ মে ২০১৭ | ১১:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। চবি ছাত্রলীগে দফায় দফায় সংঘর্ষের জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে কমিটি স্থগিত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, চবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ইউনিটের সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।