শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভারতে সর্বোচ্চ ৯০০ কোটি রুপি আয়ের রেকর্ডে বাহুবলী টু

| প্রকাশিতঃ ৫ মে ২০১৭ | ৭:৩২ অপরাহ্ন

মাত্র এক সপ্তাহে ৯শ’ কোটি রুপি ঘরে তুললো বছরের বহুল আলোচিত ও সাড়া জাগানো চলচ্চিত্র বাহুবলি ২-দ্য কনক্লুশন। এতে আমির খানের পিকে’কে পেছনে ফেলে সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রের রেকর্ড গড়লো চলচ্চিত্রটি।

গেলো সপ্তাহে মুক্তি পাওয়া বাহুবলি ২-দ্য কনক্লুশন দেশ ও বিদেশের দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে।
এরই মধ্যে হিন্দি ভার্সন থেকে ৩৩৫; তামিল, তেলেগু ও মালায়াম ভার্সন থেকে ৩৮৭ এবং বিদেশ থেকে ১৬৫ কোটি রুপি আয় করেছে বাহুবলি ২।

এই বিশাল আয়ের মাধ্যমে বাহুবলি ২ ছাড়িয়ে গেছে ৭৬৯ কোটি রুপি আয় করা আমির খানের পিকে ও ৭১৬ কোটি রুপি আয় করা দঙ্গল এবং সালমান খানের ৬২৯ কোটি রুপি আয় করা বজরঙ্গি ভাইজানকে।

আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়াই বাহুবলির জন্য যথেষ্ট নয়। আসছে সপ্তাহে দেশ ও বিদেশ মিলিয়ে আয়ের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারবে বলে আশা করা হচ্ছে।

এ ধারা অব্যাহত থাকলে এটিই হবে সারাবিশ্বে এক হাজার কোটি রুপি আয়কারী একমাত্র ভারতীয় চলচ্চিত্র।
গেলো ২৮ এপ্রিল মুক্তি পায় বাহুবলি ২-দ্য কনক্লুশন।