রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

করোনায় মৃত্যু আরও ৩ জনের, শনাক্ত ২৯৫

| প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২১ | ৫:০৬ অপরাহ্ন


ঢাকা : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছেন।

এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৩৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮০ হাজার ৫ জনের করোনা শনাক্ত হলো।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করে ২৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ২৯ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী। তাদের ১ জন ঢাকা বিভাগের, ১ জন চট্টগ্রাম বিভাগের এবং ১ জন রাজশাহী বিভাগের।

এর আগে সোমবার ৩৮৫ জনের করোনা শনাক্ত হয়। এ সময়ে ৩ জনের মৃত্যু হয়।

দেশে গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে, গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।