রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নয় বিএনপি : খালেদা জিয়া

| প্রকাশিতঃ ১০ মে ২০১৭ | ৪:২৮ অপরাহ্ন

ভিশন ২০৩০ বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে আত্মমর্যাদাশীল রাষ্ট্র। বিএনপি বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০৩০ বাস্তবায়ন করতে চায়। ওয়ান ডে ডেমোক্রেসিতে বিশ্বাসী নয় বিএনপি। বললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ভিশন ২০৩০ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়া বলেন, বিএনপি মনে করে, মুক্তিযুদ্ধ যে উদ্দেশ্যে, যাদের হাতে সংঘটিত হয়েছিল। দেশ এখন তাদের হাতে নেই। জনগণের হাতেই দেশের ক্ষমতা ফিরিয়ে দিতে চায় বিএনপি। একটি উদার, গণতান্ত্রিক জাতীয় স্বার্থ ও মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখে এমন রাষ্ট্র গড়তে চায় আমরা।