মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট

| প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২১ | ১২:৩৫ অপরাহ্ন


ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ।

হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে জনস্বার্থে মামলা হিসেবে সোমবার (২০ ডিসেম্বর) রিট আবেদনটি জমা দিয়েছেন তিনি। এতে বলা হয়েছে, ‘ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ধারা ৪০১(১) এর অধীনে মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে কোনো আইনি বাধা নেই।’

ইউনুস আলী আকন্দ জানান, শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার হাইকোর্টে রিট আবেদনটি উপস্থাপন করবেন।

গত ৫ ডিসেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার অনুমতি দিতে সরকার আইনি সুযোগ খুঁজছে।

আইনমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার চিকিৎসার বিষয়গুলো মানবিক দিক থেকে বিবেচনা করছেন। খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দিতে এর আগে দুইটি আবেদন খারিজ হয়ে গেছে। আমরা এখন দেখছি আর কোনো সুযোগ আছে কি না। আইন যেন লঙ্ঘন না হয় সে দিক বিবেচনায় রেখে সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’