গোপালগঞ্জ: সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ১০ জন সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। শুক্রবার বেলা ১১টায় তারা টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং জাতির জনকের সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
সংসদ সদস্যরা হলেন—আবুল কালাম আজাদ গাইবান্ধা-৪, আলীমউদ্দিন তরফদার নওগাঁ-৩, রেজাউল হক চৌধুরী কুষ্টিয়া-১, স্বপন ভট্টাচার্য্য যশোর-৫, কামরুল আশরাফ খান পটল নরসিংদী-২, সিরাজুল ইসলাম মোল্লা নরসিংদী-৩, আবদুল মতিন মৌলভীবাজার-২, ইউসুফ আব্দুল্লাহ হারুণ কুমিল্লা-৩, রাজি মোহম্মদ ফকরুল কুমিল্লা-৪ ও তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২।
মাজার জিয়ারতকালে সংসদ সদস্যরা ছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, স্থানীয় পৌর মেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।