রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১১ ফেব্রুয়ারি

| প্রকাশিতঃ ১ জানুয়ারী ২০২২ | ৯:১৮ অপরাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের দশম পুনর্মিলনী হতে যাচ্ছে আগামী ১১ ফেব্রুয়ারি।

কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলন পরিষদ এই আয়োজন করছে বলে আজ শনিবার চট্টগ্রাম কলেজের রেড বিল্ডিংস্থ পরিষদ কার্যালয় চত্বরে এক মতবিনিময় সভায় জানানো হয়।

এতে সিদ্ধান্ত হয়েছে, নগরের জিইসি কনভেনশন সেন্টারে উক্ত পুনর্মিলনীর আয়োজন করা হবে।

ইঞ্জিনিয়ার আলী আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকলের মতামতের ভিত্তিতে পুনর্মিলনী প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

সভায় সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে প্রধান পৃষ্ঠপোষক, ইঞ্জিনিয়ার আলী আহম্মদকে আহ্বায়ক ও এস এম আবু তৈয়বকে সদস্য সচিব করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ৬০ ব্যাচের ছাত্র আহম্মেদ উল্ল্যাহ খান, চাকসুর সাবেক জিএস জমির উদ্দিন চৌধুরী, ভিপি নাজিম উদ্দিন, মহসিন চৌধুরী, একরামুল করিম, শাহাবুদ্দিন আহম্মদ, বেলায়েত হোসেন, ডা. শেখ শফিউল আজম, কামরুল হাসান হারুন, নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম কলেজের প্রাক্তন ভিপি জাফর আহম্মদ, এস এম শফিউল আজম, প্রাক্তন জিএস ফজলুল কাদের চৌধুরী আদর, আলী মনসুর।

আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর শহীদুল আলম, দাউদ আব্দুল্লাহ লিটন, মোহম্মদ শাহজাহান চৌধুরী, সোহাইল উদ দোজা সোহেল, এডভোকেট মেজবাহ উদ্দিন, ডা. চৌধুরী ফারুক, নিশাত হাসিনা শিরিন, শওকত আলী চৌধুরী ও সহিদুল ইসলাম মামুন প্রমুখ।