রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ফ্রান্সের দায়িত্ব নিলেন ম্যাক্রোঁ

| প্রকাশিতঃ ১৪ মে ২০১৭ | ১০:৪৪ অপরাহ্ন

আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন নবনির্বাচিত ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি দায়িত্ব নেয়ার পরপরই এলিসি প্রাসাদ আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ এই পর্যন্ত দেশটির সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। স্থানীয় সময় আজ রোববার বেলা সাড়ে ৩ টার দিকে প্যারিসে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয়। দিয়িত্ব নেয়ার কিছুক্ষণ আগে এলিসি প্রাসাদে পৌঁছান ম্যাক্রোঁ। এই সময় তাকে এলিসি প্রাসাদের সামনে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এরপরপরই ম্যাক্রোঁর স্ত্রী ও কন্যারা সেখানে হাজির হন।

গণমাধ্যম জানিয়েছে, অভিষেক ভাষণে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফ্রান্সের সমাজে বিদ্যমান বিভেদ দূর করার প্রতিশ্রুতি দিয়ে শক্তিশালী ফ্রান্স গড়ার প্রত্যয় জানিয়েছেন। নির্বাচনে জয়ী হওয়ার পরপর ম্যাক্রোঁর দলের নাম ‘অঁ মার্শ’ (অগ্রসরমাণ) থেকে বদলে ‘লা রিপুবলিক অঁ মার্শ’ (অগ্রসরমাণ প্রজাতন্ত্র) করা হয়। রানঅফ ভোটে অনায়াস জয় পাওয়ার এক সপ্তাহ পর ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ম্যাক্রোঁর ঘোষণায় লরা ফ্যাবিয়াস বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছায় আপনি এখন এই রিপাবলিকের প্রেসিডেন্ট।

মাত্র তিন বছর আগে মূলধারার রাজনীতি শুরু করা ম্যাক্রোঁ কট্টর ডানপন্থী মারিন লো পেনকে হারান। তিনি গত রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার এই জয় ফ্রান্সের প্রেসিডেন্ট পদে দশকের পর দশক ধরে প্রধান দুই দলের আধিপত্যের ধারা ভেঙেছে। ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সোমবার ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিবেন ম্যাক্রোঁ। আর নতুন সরকার গঠন করা হবে তার পরদিন মঙ্গলবার।