রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

করোনায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে, মৃত্যু ২

| প্রকাশিতঃ ১১ জানুয়ারী ২০২২ | ৭:০০ অপরাহ্ন


ঢাকা : ২৪ ঘণ্টায় দেশে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৪৫৮ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। এসময়ে করোনাক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক শনাক্তের হার পৌঁছেছে ৯ শতাংশের কাছাকাছি। করোনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৩৯৯ জনের।

একদিনের ব্যবধানে দেশে করোনা রোগী শনাক্ত বেড়েছে ২২৭ জন। আগের দিন রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৩১ জন।

এ সময়ে সুস্থ হয়েছেন ২৭৪ জন।

এ পর্যন্ত দেশে সর্বমোট করোনাক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জন। করোনায় মারা গেছেন ২৮ হাজার ১০৭ জন।