চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে সর্বাধুনিক কার শেড চালু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর ইকুইপমেন্টে যুক্ত হলো অত্যাধুনিক দুটি কার ক্যারিয়ার। বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে বন্দরের এই কার শেড ও কার ক্যারিয়ার উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল খালেদ ইকবাল।
এসময় বন্দর চেয়ারম্যান বলেন, কার শেড চালুর মাধ্যমে চট্টগ্রাম বন্দর আধুনিক বন্দর হিসেবে আরো এক ধাপ এগিয়ে গেল। সারা বিশ্বের বন্দর সমূহের মধ্যে চট্টগ্রাম বন্দর ৭৬তম র্যাংকিং-এ অবস্থান করছে। আমরা আশা করছি আগামী তিন বছরের মধ্যে এই বন্দর বিশ্বের ৫০তম বন্দর হিসেবে র্যাংকিং-এ উঠে আসবে।
বন্দর চেয়ারম্যান বলেন, এই কার শেডটি প্রাথমিকভাবে ৩০০ গাড়ি রাখার ধারণক্ষমতা নিয়ে চালু করা হয়েছে। তবে এটির অবকাঠামো এমন ভাবে তৈরি করা হয়েছে, যেখানে পর্যায়ক্রমে কমপক্ষে ২ হাজার ৭০০ গাড়ি রাখা সম্ভব হবে।
কার শেডের কার্যক্রম চালুর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন পরিকল্পনা) জাফর আলম, চট্টগ্রাম কাস্টমস কমিশনার আবদুল্লাহ খান, চট্টগ্রাম চেম্বারের পরিচালক নুরুন নেওয়াজসহ চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী এবং কার আমদানিকারক বারভিডার নেতারা উপস্থিত ছিল।
প্রসঙ্গত ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে বন্দর স্টেডিয়ামসংলগ্ন এলাকায় প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক কার শেড নির্মাণ কাজ শুরু করা হয়। ২০১৬ সালে ৭ মে পাঁচ একর জমিতে ইস্পাতের তৈরি কার শেড উদ্বোধন করেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। চট্টগ্রাম বন্দর ভবনের ৫০০ গজের মধ্যে থাকা শেডটি অনেকটা আয়োজন করেই উদ্বোধন করা হলেও এতদিন অব্যবহৃত ছিল।