রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মিশরে খ্রিস্টানদের বাসে হামলা, নিহত ২৩

| প্রকাশিতঃ ২৬ মে ২০১৭ | ৬:৪৩ অপরাহ্ন

মিশর: মিশরে কপটিক খ্রিস্টানদের উপর আরেকটি হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবারের এ হামলায় অন্তত ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কায়রোর দক্ষিণে অবস্থিত একটি আশ্রমে বাসে করে যাচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ হামলার ঘটনা ঘটে মিশরের মিনিয়া প্রদেশে।

মিনিয়ার গভর্নর এসাম আল বেদায়ী গণমাধ্যমকে নিশ্চিত করেন বন্দুকধারীদের হামলায় ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

মিশরে গত কয়েক মাসে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার বাসে হামলা কারা চালিয়েছে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি।