শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

২০১৭-১৮ অর্থবছরের বাজেট উন্নয়ন সহায়ক : চট্টগ্রাম চেম্বার সভাপতি

| প্রকাশিতঃ ১ জুন ২০১৭ | ৭:১২ অপরাহ্ন

চট্টগ্রাম: ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে উন্নয়ন সহায়ক বাজেট বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। বৃহস্পতিবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যক্তিগত করমুক্ত আয়ের সীমা ২ লক্ষ ৫০ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যস্ফীতি এবং অবচয়ন বিবেচনাপূর্বক এ সীমা বৃদ্ধি করা উচিত। একইভাবে মহিলা এবং ৬৫ উর্ধ্ব করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বৃদ্ধি করা উচিত। চেম্বার ও ব্যবসায়ীদের বারংবার দাবীর পরও ১৫ শতাংশ ভ্যাট হার অপরিবর্তিত রাখা হয়েছে। আমরা আবারও এ হার পুনর্বিবেচনা করে ১০-১২ শতাংশ করার দাবী জানাচ্ছি।

মাহবুবুল আলম বলেন, চেম্বারের দাবীর প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসনে লালখান বাজার হতে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর পর্যন্ত প্রায় ১৬ কিমি দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে করিডোর ডাবল লাইন উন্নীতকরণ এবং দোহাজারী-কক্সবাজার-ঘুনধুম রেললাইন সম্প্রসারণকে স্বাগত জানাচ্ছি। এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম মহানগরের যানজট নিরসন, চট্টগ্রাম-ঢাকা ও বৃহত্তর চট্টগগ্রমের অর্থনৈতিক কর্মকান্ড আরো গতিশীল হবে।

তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাট অব্যাহতির সীমা ৩০ লক্ষ থেকে বৃদ্ধি করে ৩৬ লক্ষ টাকা করা হয়েছে। অন্যদিকে টার্ণওভার করের সীমা ৮০ লক্ষ থেকে বৃদ্ধি করে ১ কোটি ৫০ লক্ষ নির্ধারণ করা হলেও সেক্ষেত্রে করের হার ৩শতাংশ থেকে বৃদ্ধি করে ৪শতাংশ করা হয়েছে। টার্ণওভারের সুবিধা যাতে ব্যবসায়ীরা পায় সে লক্ষ্যে করহার আগের মত ৩শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

মাহবুবুল আলম বলেন, আগের ন্যায় মৌলিক খাদ্য চাল, ডাল, চিনি, মাছ, মাংস, শাক-সবজি, দুধ, লবণ ইত্যাদিসহ প্রায় ৫৪৯ টি পণ্যের উপর ভ্যাট অব্যাহিত বহাল রাখা হয়েছে। একই সাথে ৯৩ ধরণের জীবন রক্ষাকারী ঔষধ, গণপরিবহন সেবা, জনস্বাস্থ্য ও চিকিৎসা সেবা, শিক্ষা ও প্রশিক্ষণের উপর ভ্যাট অব্যাহতি, কৃষি, গবাদি পশু, মৎস্য চাষসহ সংশ্লিষ্ট ৪০৪টি ক্ষেত্রে এবং ধাতব্য, অবাণিজ্যিক ও অলাভজনক সেবার ক্ষেত্রে ভ্যাট অব্যাহতি ইতিবাচক।