শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পাহাড়ী পথে লাশ

| প্রকাশিতঃ ২ জুন ২০১৭ | ১২:০০ পূর্বাহ্ন

শংকর চৌধুরী খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার পাহাড়ি পথে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে দীঘিনালা উপজেলা সড়কের ৪ মাইল যৌথ খামার এলাকায় রাস্তার পাশে একটি বাঙালি যুবকের লাশ পড়ে আছে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দুষ্কৃতকারীরা হত্যার পর লাশটি রাস্তার পাশে ফেলে যেতে পারে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ সুপার মো. আলী আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।