রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত ৩২ জন

| প্রকাশিতঃ ১৭ মে ২০২২ | ৬:২০ অপরাহ্ন


ঢাকা : টানা ২৬ দিনের মতো বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। করোনায় মৃত্যুর সংখ্যা তাই ২৯১২৭ জনেই অপরিবর্তিত থাকলো।

গত একদিনে সারাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ জন।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত একদিনে সুস্থ হয়েছেন ২৫৮ জন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪ হাজার ২৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ।