চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বায়েজিদ বোস্তামী থানার বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, হাটহাজারীর দিকে যাওয়ার পথে বটতল এলাকায় দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশারে সামনের কাচ ভেঙে যায়। এর মধ্যে চালক সামনের দিকে ঝুঁকে পড়ায় ভাঙা কাচে তার গলা কেটে যায়।
তিনি আরও বলেন, ওই চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালকের কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য কাগজপত্র দেখে মালিকের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় জানার চেষ্টা হচ্ছে।