চট্টগ্রাম: চট্টগ্রামে সুপারশপ ‘আগোরাকে’ ৩ লাখ ৫ হাজার টাকা ও ‘মীনা বাজারকে’ ১০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর প্রবর্ত্তক মোড় এলাকার আফমি প্লাজায় ‘আগোরা’ ও ষোলশহর এলাকায় ‘মীনা বাজারে’ এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস বলেন, আগোরার মাছ ও ফল পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। এ কারণে সুপারশপটিকে ৩ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় অবস্থিত সুপারশপ মীনা বাজারকে অপরিচ্ছন্ন-দুর্গন্ধযুক্ত স্থানে পণ্য সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।