রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ভারতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৫

| প্রকাশিতঃ ৮ জুন ২০১৭ | ৯:৪৪ অপরাহ্ন

নয়াদিল্লি: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।

খবরে বলা হয়, এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ পাঁচজন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মধ্যপ্রদেশের রাজধানী ভূপালের প্রায় ৪৩৭ কিলোমিটার দক্ষিণপূর্বে বালাঘাট জেলার খাইরি গ্রামে ওই আতশবাজির কারখানায় বুধবার রাতের এ অগ্নিকাণ্ডের পর একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে।

বালাঘাট জেলা কালেকটর ভরত ইয়াদেভ সিনহুয়াকে বলেন, এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ ১০ জনের মধ্যে পাঁচজন হাসপাতালে মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ালো।

কর্মকর্তারা জানান, কারখানার ধ্বংসস্তুপের ভেতর থেকে সব লাশ উদ্ধার করা হয়েছে।

তারা আরো জানান, অগ্নিকাণ্ডের সময় বৈধভাবে পরিচালিত এ কারখানার ভিতরে ৪০ জনেরও বেশী কর্মী ছিল। এদের বেশীর ভাগই নারী কর্মী।