শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ১৬০০ ফেন্সিডিলসহ গ্রেফতার ১

| প্রকাশিতঃ ৯ জুন ২০১৭ | ৬:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ১ হাজার ৬০০ বোতল ফেন্সিডিল এবং একটি কার্ভাড ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর পাহাড়তলী থানা এলাকার হোটেল সিলভার প্যালেস গেষ্ট হাউজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ জাকির হোসেন (৩৫) কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কৃষ্ণনগর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক শাহেদা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একে খান রোডের দক্ষিণে হোটেল সিলভার প্যালেস গেষ্ট হাউজের সামনে সড়কে একটি কাভার্ড ভ্যানটি আটক করা হয়। সেখানে তল্লাশী করে ১ হাজার ৬০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা। জাকিরের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।