চট্টগ্রাম: মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মো. বশির (৬১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় বারইয়ারহাট রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
বশিরের বাড়ি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামে।
জোরারগঞ্জ থানার এসআই বিপুল চন্দ্র দেবনাথ বলেন, বারইয়ারহাট রেল গেইট এলাকা লাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রেন চলে আসে। এসময় অপর দিকে রেললাইনের গা ঘেঁষে অবৈধ কাঁচা বাজার থাকায় তিনি দ্রুত সরে যেতে না পারায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।