শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শেরশাহ হাউজিং পরিদর্শনে সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটি নেতৃবৃন্দ

| প্রকাশিতঃ ১০ জুন ২০১৭ | ১২:২৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের নবনির্বাচিত কর্মকর্তাগণ সোসাইটির এক নম্বর প্রকল্প শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি পরিদর্শন করেছেন। শুক্রবার সোসাইটি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তারা প্রকল্প পরিদর্শন করেন এবং বিদ্যমান সমস্যা নিয়ে বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন উপস্থিত ছিলেন। তিনি সোসাইটির আইনশৃঙ্খলারক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সোসাইটির বাসিন্দাদের তথ্য থানায় সরবরাহ এবং এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উপরও তিনি গুরুত্বারোপ করেন।

সোসাইটি নেতৃবৃন্দ বলেন, শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি হচ্ছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের মালিকানাধীন প্রথম আবাসিক প্রকল্প। এই সোসাইটির শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং পানি, বিদ্যুৎ, গ্যাস, যোগাযোগ সমস্যা নিরসনে নতুন কমিটি কাজ করে যাবে। শিগগিরই শেরশাহ সোসাইটির নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন এবং সীমানায় কাঁটা তারের ঘেরা স্থাপন করা হবে।

এছাড়া সোসাইটি নেতারা পুলিশ ও বাসিন্দাদের সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অবৈধ ঘরবাড়ি উচ্ছেদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক, সেক্রেটারি হাসান ফেরদৌস, কোষাধ্যক্ষ নূর উদ্দিন আহমদ, পরিচালক মহসীন কাজী, সাবেক পরিচালক দিদারুল আলম, বাবুল চৌধুরী, সৈয়দ গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।