চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে একে ২২ রাইফেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার বিকালে ফটিকছড়ির আজাদী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মো. শাহনেওয়াজ কাউসারের (২৮) বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আমিরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সন্ত্রাসী কার্যকলাপের জন্য কতিপয় লোক আজাদী বাজার এলাকায় অবস্থান করছে। এ প্রেক্ষিতে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল।
তিনি আরও বলেন, র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাউসারকে আটক করা হয়। তার কাছ থেকে একে-২২ রাইফেল পাওয়া গেছে। এছাড়াও একটি ‘ওয়ান শুটার গান’ ও ১৩টি গুলিও উদ্ধার করা হয় তার কাছ থেকে।