শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার

| প্রকাশিতঃ ১০ জুন ২০১৭ | ৮:০২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পুরাতন ব্রীজঘাট সংলগ্ন বালির মাঠ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন ব্রীজঘাটের সামনে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে লোকজনের ভীড়ের মধ্যে পালিয়ে যায় আসামি।

তিনি আরও বলেন, ফেলে যাওয়া একটি কাদা মাখানো প্লাস্টিকের সাদা ব্যাগে ৩৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আমরা প্রাথমিক অনুসন্ধানে জেনেছি এসব ইয়াবার মালিক আনোয়ারা উপজেলার মধ্যম গহিরা এলাকার বাসিন্দা মুছা আলী।

মুছার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন।