রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আফগান কমান্ডোর গুলিতে ৩ মার্কিন সেনা নিহত

| প্রকাশিতঃ ১১ জুন ২০১৭ | ৪:২৭ পূর্বাহ্ন

বিবিসি: আফগানিস্তানের আচিন জেলায় এক আফগান কমান্ডোর হাতে ৩ মার্কিন স্পেশাল ফোর্সের সেনা সদস্য খুন হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় ওই জেলায় এক অভিযান চলাকালে তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এছাড়া একজন গুরুতর আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের অফিসিয়াল কর্মকর্তারা এ হতাহতের বিষয়টি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন।

নাঙ্গরহার প্রদেশের গভর্ণরের একজন মুখপাত্র জানান, আচিনে এক যৌথ অভিযান চলাকালে ওই আফগান কমান্ডার ‘ওপেন ফায়ার’ এলোপাতারি গুলি ছুড়তে থাকে। এতে ওই তিনজন নিহত হয় এবং পাল্টা গুলিতে ওই কমান্ডারও নিহত হন।

এদিকে এ হামলার দায় স্বীকার করেছে তালিবানের এক মুখপাত্র। এই এলাকাটিতে জঙ্গি গোষ্ঠী আইএসেরও ভাল অবস্থান আছে।