চট্টগ্রাম : প্রবল বর্ষণে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে দুই সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকছড়িতে সড়ক থেকে মাটি অপসারণের সময় পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে তারা নিহত হন।
তারা হলেন, মেজর মাহফুজ ও ক্যাপ্টেন শামীম। তারা রাঙামাটি সেনা রিজিয়নে কর্মরত ছিলেন।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মংখ্য সিং চৌধুরী মারমা জানান, মাটি চাপা পড়ে নিহত দুই সেনা কর্মকর্তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।