চট্টগ্রাম : সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের চরিত্র হননে ভুঁয়া অনলাইন পোর্টালের মাধ্যমে অপপ্রচারে সক্রিয় বিএনপি-জামাতের প্রপাগাণ্ডা সেলের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার ও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। একই সাথে অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগের ওয়েবসাইটে মঙ্গলবার দেয়া এক পোস্টের মাধ্যমে এসব কথা জানানো হয়েছে।
আওয়ামী লীগের ওয়েবসাইটে অভিযোগ করা হয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরিতে ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের চরিত্র হননে ভুঁয়া অনলাইন পোর্টাল নিয়ে আবারও সক্রিয় বিএনপি-জামাতের প্রপাগাণ্ডা সেল।
অক্টোবর ২০১৬ তে ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে আর ২০১২ সালে কক্সবাজারের রামুতে অনলাইনে মিথ্যা প্রপাগাণ্ডার মাধ্যমে আক্রমণ চালানো হয় ধর্মীয় সংখ্যালঘুদের উপর। এই দুটিসহ অনলাইনে উস্কানির মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় হামলার নেপথ্যে ছিল দেশবিরোধীদের প্রপাগাণ্ডা। মূলত জামায়াত ইসলাম তাদের যুদ্ধাপরাধী নেতাদের বাঁচাতে ২০১২ সাল থেকে এই প্রপাগাণ্ডা সেলগুলো সক্রিয় করে অনলাইনে। সাথে যোগ হয় দেশ-বিদেশে থাকা বিএনপির অনলাইন কর্মীরা। বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেইসবুক পেজের মাধ্যমে চলছে এ ধরনের অপপ্রচার।
অপপ্রচারের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে বিব্রতকর সব উদ্বৃতি প্রদান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে ভুঁয়া ফেইসবুক আইডি ও পেইজ খুলে ভুল তথ্য প্রদান ও বাংলাদেশ আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের চরিত্র হননের মিথ্যা খবর ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছে প্রপাগাণ্ডা সেলটি। এছাড়াও ভুল তথ্য উপস্থাপন করে বিভেদ সৃষ্টি করা হচ্ছে দলটির তৃণমূল পর্যায়ে। উল্লেখ্য, তাদের এইসব মিথ্যা খবর জায়গা পায় না মুলধারার কোনো পত্রিকা ও নিউজ পোর্টালে।
এই প্রপাগাণ্ডা সেলের অংশ হিসেবে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বিএনপি-জামাতের বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুক পেজ। যাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (http://www.shibir.org.bd/), অন্য দিগন্ত (http://www.onnodiganta.com), analysisbd (http://www.analysisbd.com/), newsorgan24 (http://newsorgan24.com/index.php), দেশ ভাবনা (http://deshbhabona.com/), শীর্ষ নিউজ (http://sheershanews.net/), সংলাপ (http://songlap.net/), বিডি টুডে ডট নেট (http://www.newsinbd.net/), লন্ডন বিডি নিউজ (http://www.londonbdnews24.com/), nnbd24 (http://nnbd24.com/), rbn24 (https://www.rbn24.co.uk/), দৈনিক সংগ্রাম (http://www.dailysangram.com/), Tazakhobor (http://taza-khobor.net/bd/ ), বিডি মর্নিংসহ (bdmorning.com), প্রথম বাংলাদেশ (www.prothombangladesh.net) সহ আরো বেশ কিছু অনলাইন পোর্টাল।
আওয়ামী লীগের ওয়েবসাইটটিতে আরও বলা হয়, এই পোর্টালগুলো একত্রে যে কোনো সময় দেশে একটি দাঙ্গা লাগিয়ে দিতে সক্ষম। এর সবচাইতে উত্তম উদাহরণ ২০১২ সালে রামুর ঘটনাটি। পরবর্তীতে তদন্ত করে জানা যায়, এই হামলার পেছনে মূল ইন্ধনদাতা ছিলেন স্থানীয় এক শিবির নেতা, যার নাম মোক্তাদির। একইভাবে নাসিরনগর হামলার জন্য দায়ী ছিল এই স্বাধীনতাবিরোধী চক্রের প্রপাগান্ডা। এমপি লিটন হত্যা এবং হত্যাপরবর্তী সেই দায় আওয়ামী লীগ নেতাদের ওপর চাপানোর জন্য নিয়মিত কাজ করে গেছে এই সেলগুলো।
এছাড়া শাহবাগ আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকে ভুল পথে নিয়ে যেতে উস্কানিমুলক বিকৃত ছবি প্রকাশ, হিন্দু ধর্মাবলম্বীদের নামে ভুঁয়া একাউন্ট খুলে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট দিয়ে কক্সবাজারের রামু ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা, সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে মাইকে ঘোষণা দিয়ে হামলা, কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবিকে সাইদীর বিচারের বিরুদ্ধে সৌদি আলেমদের বিক্ষোভ বলে অপপ্রচার, ২০১৩ সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বর ঘেরাও কর্মসূচির পরে কয়েক হাজার মানুষকে হত্যার মিথ্যা সংবাদ, মায়ানমারে রোহিঙ্গাদের নিয়ে থাইল্যান্ড ও তিব্বতের বিভিন্ন দুর্ঘটনার ছবি দিয়ে অপপ্রচার ইত্যাদির মাধ্যমেও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সকল ভুঁয়া নিউজ সাইট থেকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা চালানো হয় বলে জানানো হয় ওয়েবসাইটে।
এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে জনগণকেও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে মনে করে আওয়ামী লীগ। এ ধরনের কোনো ভুঁয়া নিউজ পোর্টালের মিথ্যা খবর শেয়ার করা থেকে বিরত থাকা, অন্যদেরকেও এই ব্যাপারে সতর্ক হতে সাহায্য করা, এই ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে সহায়তা করারও অনুরোধ জানানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে।