চট্টগ্রাম: বঙ্গোপসাগরের ডুবে যাওয়া একটি ইঞ্জিন নৌকার তিন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের নরম্যানস পয়েন্টের কাছে তলা ফেটে তাদের উদ্ধার করা হয়েছে।
তিনজন হলেন- ওয়াহিদুল ইসলাম (৩০), আব্দুস সবুর (২৮) ও শাহিন (২৫); সবাই কক্সবাজারের বাসিন্দা।
কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) ডিকসন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরের নরম্যানস পয়েন্টের কাছে ইঞ্জিন বোটটি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢেউয়ের কবলে পড়ে তলা ফেটে ডুবে যায়। তখন খবর পেয়ে সমুদ্রে টহলে থাকা কোস্টগার্ডের জাহাজ ‘তানভীর’ ঘটনাস্থলে যায়। সেখান থেকে বোটের তিন জেলেকে জীবিত উদ্ধার করে।