চট্টগ্রাম: চারিদিকে সরকারি দলের মন্ত্রী-এমপিদের লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে নিম্ন আয়ের মানুষ আজ দিশেহারা। গ্যাস, বিদ্যুৎ’র মূল্য দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে। চারিদিকে চলছে সরকারি দলের মন্ত্রী-এমপিদের লুটপাট। সরকার জনগণের কল্যাণে কোনো কাজ করছে না, তারা শুধু ক্ষমতা চিরস্থায়ী করতে ব্যস্ত।
শুক্রবার বিকেলে হালিশহরে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ ও পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী ডাঃ শাহাদাত হোসেন বলেন, যেখানে মানবতা বিপন্ন হয়, যেখানে গরিব-দুঃখিরা কষ্ট পায়, সেখানে জিয়াউর রহমান ফাউন্ডেশন কাজ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন গরিব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল আহমদ, কাউন্সিলর হাশেম, কাউন্সিলর জেসমিনা খানম, যুবদল নেতা শামসুল হক, সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম, ছাত্রদল সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা নুর হোসেন নুরু, হাবিবুর রহমান মাসুম, ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন শাহীন, এম মো: রিমন প্রমুখ।