চট্টগ্রাম : শেরশাহ সাংবাদিক আবাসন প্রকল্পে সকল আইন ও নিয়ম-কানুন মেনে আবাসনবঞ্চিত সংবাদিকদের জন্যে আবাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক কো আপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ।
তারা বলেছেন, সোসাইটির সদস্যদের সাথে আলাপ-আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকায় আইনশৃংখলার উনানয়নে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। প্রয়োজনে হাউজিং সোসাইটিতে পুলিশ ক্যাম্প করা হবে বলেও জানান তারা।
দুপুরে চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড-এর শেরশাহ আবাসন প্রকল্প-১ পরিদর্শন কালে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, সেক্রেটারী হাসান ফেরদৌস, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, হাউজিং সোসাইটির সাবেক সেক্রেটারী নওশের আলী খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সহ সভাপতি মনজুর কাদের মনজু, কোষাধক্ষ্য নুরুউদ্দিন আহমেদ, পরিচালক মহসিন কাজী, মঞ্জুরুল আলম মঞ্জু, সাবেক পরিচালক দিদারুল আলম, সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলোকময় তলাপাত্র, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম, সিইউজের সদস্য পুলক সরকার, শাহরিয়ার হাসান, রাজেশ চক্রবর্তী, নিপুল দে, মহরম আলী প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ শেরশাহ এলাকার উন্নয়নে হাউজিং সোসাইটির নেয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং সদস্যদের সব ধরনের কার্যক্রম পরিচালনার জন্যে সোসাইটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ জানান, এলাকায় আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। শীঘ্রই এসব পদক্ষেপ দৃশ্যমান হবে। নেতৃবৃন্দ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় যে কোনো ধরনের অপকর্ম কঠোর হস্তে দমন করা হবে বলেও ঘোষণা দেন। পরে হাউজিং সোসাইটি নেতৃবৃন্দ সোসাইটির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং মসজিদের ইমামদের সাথে মসজিদ পরিচালনা নিয়ে কথা বলেন।
২১ জুন সদস্যদের সাথে মতবিনিময়
এদিকে আগামী ২১ জুন বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সদস্যদের সাথে নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে সোসাইটির সকল সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান স্বপন মল্লিক ও সেক্রেটারী হাসান ফেরদৌস। এতে সোসাইটির কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।