চট্টগ্রাম: সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, যারা জনগনের সাথে সম্পৃক্ত নয়। অপকর্মের সাথে জড়িত হয়ে দেশ ও দলের ক্ষতিতে লিপ্ত রয়েছে, সেসব অপদার্থদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না।
শুক্রবার বোয়ালখালীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল বলেন, উন্নয়ন দেখতে হলে ২০০৮ সালে ফিরে যেতে হবে। তখন বোয়ালখালীতে কি ছিল, এখন কি অবস্থায় আছে?
তিনি বলেন, নিজেরা যদি সতর্ক থাকি তাহলে নৌকাকে ডুবানোর ক্ষমতা কারো নেই।
কালুরঘাট সেতু প্রসঙ্গে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী মাসে তারা সেতু এলাকা পরিদর্শনে আসবে। এ বছরের শেষে প্রধানমন্ত্রী সেতুর কাজ উদ্বোধন করবেন।
এমপি বাদল আরো বলেন, কাঁঠাল পাতার দিন শেষ। বোয়ালখালীবাসী এখন আর কাঁঠাল পাতা খায় না।
আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হাসিনা মন্নান, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈয়দুল আলম, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এস এম সেলিম প্রমুখ।