চট্টগ্রাম: নগরী থেকে তিন হাজার ৩০০ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ব্রিজঘাটে বিআইডব্লিউটিএ কার্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মনোয়ার আলমের ছেলে মো. রাসেল (২৬) ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকার আলী আক্কাসের ছেলে মো. রায়হান (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ব্রিজঘাট এলাকায় তাদের গ্রেফতার করা হয়। রায়হানের জুতার ভেতর দুই হাজার ১০০টি এবং রাসেলের প্যান্টের পকেটে এক হাজার ২০০ ইয়াবা পাওয়া যায়।