শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

| প্রকাশিতঃ ১৯ জুন ২০১৭ | ৬:১৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুর রহিম (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাতে কর্ণফুলী থানাধীন পাথরঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম লক্ষীপুর জেলার রামবাড়ী উপজেলার সৈয়দ নগর এলাকার মো. রফিকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ফিশিংবোট কর্মচারী রহিম কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।