শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি শ্রমিক লীগের

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৭ | ৫:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের সব পোশাক কারখানার শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাসসহ ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক লীগ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বিভিন্ন পোশাক কারখানার নারী-পুরুষ শ্রমিকরা অংশ নেন।

সমাবেশে শ্রমিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী এটলি বলেন, চট্টগ্রামের শ্রমজীবী মানুষ প্রাপ্য মজুরি চায়। অনেকে বেতন বোনাস দিচ্ছেন না। ন্যায্য দাবি করলে শ্রমিক নেতাদের ওপর হামলা করা হচ্ছে। সাবধান হয়ে যান। বাধ্য হলে প্রয়োজনে বৃহত্তর কমর্সূচি দিয়ে আমরা বিজিএমইএ ভবন ঘেরাও করব।

মাহবুবুল হক চৌধুরী এটলি বলেন, মালিক পক্ষকে বলতে চাই- যারা শ্রমিকদের বঞ্চিত করতে কিছু শ্রমিক নেতাকে হাত করছেন তাদের পরিচয় উন্মুক্ত করা হবে। অনেক শ্রমিক নেতা আজ গাড়ি দৌড়ায়। তারা এ গাড়ির টাকা পেল কোথায়? এই ঈদের আগে কারা মালিকের চেম্বারে বসে আছেন তা জানি। যারা মালিকের দালালি করছেন তারা সরকারের বিরুদ্ধে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও শ্রমিক জনতাকে বোঝেন।

শ্রমিক নেতা আবুল হোসেন আবুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সদস্য মশিউর রহমান ও চন্দন ধর এবং শ্রমিক নেতা আবদুল মালেক প্রমুখ।