শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

স্ত্রীর যৌতুকের মামলায় স্বামীর সম্পত্তি ক্রোকের আদেশ

| প্রকাশিতঃ ২০ জুন ২০১৭ | ৭:৪৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে স্ত্রীর যৌতুকের মামলায় মো. হোসেন আলী নামের এক ব্যক্তির সম্পত্তি ক্রোকের পরোয়ানা জারী করেছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ রেজা এ আদেশ দেন।

হোসেন আলী চট্টগ্রাম রাউজান থানার উনসত্তরপাড়ার সাহেদুল্লাহ কাজীর বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।।

বাদীনির আইনজীবী আসাদুজ্জামান খান জানান, যৌতুকের দাবীতে নির্যাতনের অভিযোগে মো. হোসেন আলীর বিরুদ্ধে গত ১২ মার্চ আদালতে মামলা দায়ের করা হয়। ওই মামলা তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন রাউজান উপজেলা মহিলা কর্মকর্তা। উক্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১৩ এপ্রিল হোসেন আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত। এরপরও পলাতক থাকায় আদালত তার সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।