
ঢাকা : দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সংখ্যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২২। আগের দিন এ হার ছিল ৮ দশমিক ৮৭।
এর আগে সর্বশেষ ২৮ জুলাই এর চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। ওই দিন ৬১৮ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
এখন পর্যন্ত দেশে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩৩৪ জন।