চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি ভোট কেন্দ্রের পাশের সড়ক থেকে অস্ত্র ও গুলিসহ তিন জনকে আটক করেছে বিজিবি। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক, এক রাউন্ড কার্তুজ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বারাসাত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র দক্ষিন-পূর্ব অঞ্চলের পরিচালক (অপারেশন) একেএম নাছির উদ্দিন এমরান জানান, ভোটের আগের দিন অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। তারা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জেনেছি। তাদেরকে ইউএনওর হেফাজতে দেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আটককৃতদেরকে থানায় পাঠাতে বলা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ বিষয়ে জানতে আনোয়ারা থানার ওসি আব্দুল লতিফকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।