চট্টগ্রাম: পবিত্র রমজান উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মধ্যে ভর্তুকিতে চাল ও চিনি বিক্রি শুরু করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে চেম্বার হাউসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
জানা গেছে, বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি চাল ১৮ টাকা ও চিনি ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৭ রমজান পর্যন্ত আগ্রাবাদের চেম্বার হাউসের সামনে অস্থায়ী বিক্রয়কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম চলবে। প্রতিদিন জনপ্রতি পাঁচ কেজি চাল ও এক কেজি চিনি কেনা যাবে। এ ছাড়া নগরীর আরও ১০টি পয়েন্ট নির্বাচন করে পয়লা রমজান থেকে একেক দিন একেক পয়েন্টে ভর্তুকি দামে পণ্য বিক্রি করা হবে।
এদিকে এ কার্যক্রম উদ্বোধনকালে চট্টগ্রাম চেম্বারের সভাপতি বলেন, গরিব ও দুস্থ মানুষের কল্যাণে কম দামে চাল ও চিনি বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আশা করি এই কার্যক্রম তাঁদের কিছুটা হলেও স্বস্তি দেবে। সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রাম চেম্বার ভর্তুকি দামে পণ্য বিক্রি করছে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল হোসেন, পরিচালক মাহফুজুল হক শাহ, অহিদ সিরাজ চৌধুরী, অঞ্জন শেখর দাস, এ কে এম আকতার হোসেন, রকিবুল ইসলাম, আজহারুল ইসলাম চৌধুরী প্রমুখ।