শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

অটোরিকশা খালে পড়ে বিদ্যুতায়িত, নিহত ৩

| প্রকাশিতঃ ২৮ জুন ২০১৭ | ৩:০৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে পটিয়া উপজেলায় অটোরিকশা খালে পড়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে পটিয়া কলেজ বাজার এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ নূর (২৮) ও তার ভাইয়ের ছেলে শাহাদাত হোসেন হান্নান (২১) এবং আবদুল মান্নান (২৪)। তাদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী বকশিখোলা গ্রামে।

পটিয়া হাইওয়ে থানার ওসি এবিএম মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত দেড়টার দিকে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে একটি খালে পড়ে যায়। এসময় খালে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনজন মারা যান। এদের মধ্যে দুজন আপন ভাই এবং আরেকজন সম্পর্কে তাদের চাচা।

তিনি আরও বলেন, নিহত তিনজন পেকুয়া থেকে কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় গরু কিনতে এসেছিল। রাতে তারা ফিরে যাচ্ছিল। অটোরিকশা চালাচ্ছিলেন নূর। দুই ভাই যাত্রীর আসনে ছিলেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।