চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া মাজার এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নয়জন হলেন- মনছুর আলম শামীম (২৫), শাহেদ হোসেন (২৪) রেজাউল হক (২১), ক্ইায়ূম (১৫), নাজমুল হক (১৬), হায়দার (২০), রুমন (১৭), রাসেল (২০), নজরুল (১৫)। তাদের সবার বাড়ি ফেনী জেলায়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মেদ পাঠান জানান, ফেনী থেকে ১৩ তরুণের একটি দল মিনি ট্রাকে বড় বড় সাউন্ড বক্সে উচ্চ ভলিয়মে গান বাজিয়ে ফেনী থেকে চট্টগ্রামে ভ্রমণ করছিলেন। এসময় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৪ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে স্থানীয় ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে এবং ৯ জন গুরুতর আহত হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।