রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

তেলের দাম না কমার কারণ খতিয়ে দেখা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

| প্রকাশিতঃ ২১ অক্টোবর ২০২২ | ৩:৩১ অপরাহ্ন


রংপুর : বিশ্ব বাজারে তেলের দাম কমানোর সঙ্গে দেশে ভোজ্য তেলের দাম কমানো হয়েছে। তারপরও কেন দেশে তেলের দাম কমছে না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

টিপু মুনশি আরও বলেন, ভোজ্য তেল নিয়ে কারসাজি করা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে রংপুরে দু’দিনের সফরে এসে সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, বৈশ্বিক মন্দার কারণে দেশের মানুষের কষ্ট বেড়েছে, এজন্য বৈশ্বিক মন্দা মোকাবেলায় বর্তমান সরকার প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি খরচ কমিয়ে আনাসহ খাদ্য উৎপাদন বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে, সেই লক্ষ্য নিয়ে কাজও হচ্ছে।

এ সময় রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।