শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে সৌদিয়া বাসের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষ, নিহত ২

| প্রকাশিতঃ ৩০ জুন ২০১৭ | ৬:৪৭ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রামে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- চট্টগ্রামের বোয়াখালি উপজেলার কদুরখীল গ্রামের মোবারক (২২) ও পটিয়ার ছানাউল্লাহ ব্যারিস্টারের বাড়ির রফিক আহমদের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১২)।

শুক্রবার পটিয়ার বাদামতল এলাকার পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে বোয়ালখালীমুখী অটোরিকশাটির সংঘর্ষে এই দুজন গুরুতর আহত হলে দুপুরে চমেক হাসপাতাল নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাসটির চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করেছে হাইওয়ে পুলিশ।