চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এলাকায় ট্রাকের চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
শনিবার দুপুরে কালামিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, দ্রুতগামী একটি ট্রাক কালামিয়া বাজারে ওই ব্যক্তিকে চাপা দেয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে লুঙ্গি ও চেক শার্ট ছিল।