নোয়াখালী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা জঙ্গিবাদের পৃষ্টপোষকতা করে তাদের সাথে আওয়ামী লীগের কখনও ঐকমত্য হতে পারে না।
আজ নোয়াখালীর কবিরহাট উপজেলার ‘করম বক্স আদর্শ উচ্চ বিদ্যালয়’র প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রনে রয়েছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে তাহলে দেশে আবারও জঙ্গিবাদের উত্থান ঘটবে।
হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ দুর্বল হয়েছে, তবে নির্মূল হয়নি। তারা গোপনে হয়তো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের বড় বড় দেশে এখনোও জঙ্গি হামলা চলছে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে জঙ্গিদের দুর্বল করেছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও কবিরহাট উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত পনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমী, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।
অভিভাবকদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, মাদক ও জঙ্গিবাদের মতো সন্ত্রাসী কর্মকান্ডে যেন ছেলে মেয়েরা জড়িয়ে পড়তে না পারে, সে জন্য তাদের প্রতি খেয়াল রাখতে হবে।