শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিয়ের অনুষ্ঠানে এসে পানিতে তলিয়ে গেলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

| প্রকাশিতঃ ৩ জুলাই ২০১৭ | ৬:০৯ অপরাহ্ন

চট্টগ্রাম : বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম নগরীতে এসে পা পিছলে নালায় পড়ে শিলব্রত বড়ুয়া নামে প্রাক্তন এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রোববার রাতে বাড়ি থেকে চট্টগ্রামে এসেছিলেন শিলব্রত বড়ুয়া। বিয়ে শেষে রাত দেড়টার দিকে জলমগ্ন সড়ক মাড়িয়ে বরযাত্রীবাহী বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এসময় পা পিছলে পাশের নালায় পড়ে যান। এই দৃশ্য দেখে বিয়েতে আসা এক মহিলা চিৎকার দিয়ে উঠলেও কারো কিছু করার ছিল না। ততক্ষণে প্রবল বর্ষণের স্র্রোতে তলিয়ে যান শীলব্রত বড়ুয়া।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকার চাক্তাই খালে শীলব্রতর লাশ ভেসে ওঠে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, রাতে বৃষ্টির কারণে ছোট নালাটিতে স্র্রোত ছিল। তাই পড়ার সঙ্গে সঙ্গে তাকে ভাসিয়ে নিয়ে যায়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রায় ৬ কিলোমিটার দূরে মিয়াখাননগর এলাকায় চাক্তাই খালে মরদেহ ভেসে উঠে।

৬২ বছর বয়সী শীলব্রত বড়ুয়া কাউখালী উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। দুই বছর আগে তিনি অবসরে যান। পরিবার নিয়ে থাকতেন হাটহাজারির মির্জাপুর গ্রামে।