ঢাকা: জাপান সাগরে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোঁড়া হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়েটি জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা দাবি করেছেন বলে মঙ্গলবার খবর প্রকাশ করেছে বিবিসি।
খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাতে বার্তাসংস্থা ইউহাপ জানায়, স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোঁড়া হয়। ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে পতিত হয়েছে জাপানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনএইচকে। জাপানের মন্ত্রিসভা সচিব ইউশিদে সুগা বলেন, ক্ষেপণাস্ত্রটি ৪০ মিনিট উড়ার পর জাপান সাগরে পতিত হয়েছে।
একদিন আগেই উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা বন্ধে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন নেতারা।
উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দেয়ার জন্য চীনকে বরবারই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চীনের পক্ষ থেকে বলা হয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। উত্তর কোরিয়াকে প্রতিহত না করায় চীনের উপর হতাশ ট্রাম্প। আবের সঙ্গে ফোনালাপে উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।