রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের ৫ জন গ্রেফতার

| প্রকাশিতঃ ৫ জুলাই ২০১৭ | ৪:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮টি চোরাই মোটরসাইকেলসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আরিফ ওরফে গিরাবাজ আরিফ (২৬), মোঃ শাহেদ (২৩), মোঃ ইসমাইল (২৮), মোঃ আমানত উল্লাহ রাব্বী (২২) ও মোঃ ইউসুফ (৩৪)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বায়েজিদ বোস্তামী এলাকা থেকে দুইটি মোটর সাইকেলসহ প্রথমে ইউসুফকে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদের গ্রেফতার করে আরও ছয়টি মোটরসাইকেল ও একটি চেসিস উদ্ধার করে। উদ্ধার চেসিসটি যে মোটরসাইকেলের তার বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আরিফ পেশাদার মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা। সে নিজে মোটর সাইকেল চুরি করে এবং চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করে আসছিল। অন্য চারজন অনলাইন ও ফেইসবুক পেইজে বিজ্ঞাপন দিয়ে বৃহত্তর চট্টগ্রামে মোটরসাইকেল বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় মামলা হয়েছে।