রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চিত্রা হরিণের কোলজুড়ে নতুন অতিথি

| প্রকাশিতঃ ৬ জুলাই ২০১৭ | ৪:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানায় সাত বছর বয়সী একটি চিত্রা হরিণের কোলজুড়ে নতুন অতিথি এসেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই চিত্রা হরিণ বাচ্চা প্রসব করে।

চিড়িয়াখানার চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভ বলেন, ৬ মাস গর্ভধারণের পর একটি চিত্রা হরিণ ফুটফুটে হরিণ শাবকের জন্ম দেয়। জন্মের পর হরিণী ও শাবকটি সুস্থ আছে। বর্তমানে হরিণী বিশ্রাম নিলেও সদ্য ভূমিষ্ট শাবকটি খাঁচার ভেতর ছুটোছুটি করছে।

তিনি আরও বলেন, হরিণ প্রজাতিগুলোর মধ্যে চিত্রা হরিণ সবচেয়ে দৃষ্টিনন্দন। চিড়িয়াখানায় আগে পাঁচটি পুরুষ ও ছয়টি মেয়ে চিত্রা হরিণ ছিল। নতুন সদস্যকে নিয়ে এ প্রজাতির হরিণের সংখ্যা দাঁড়ালো ১২টিতে।

চট্টগ্রাম চিড়িয়াখানার পরিচালনা পরিষদের সদস্য সচিব রুহুল আমিন বলেন, দেশের বিলুপ্তপ্রায় ৪৭ প্রজাতির ৩০০ পশুপাখি রয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়। এরমধ্যে শিগগিরই সিংহ-সিংহী ও জেব্রার কোলজুড়েও নতুন অতিথি আসছে।

তিনি আরও বলেন, চারটি ময়ূর দুই বছরের বেশি সময় পর সঙ্গীনী পেয়েছে। ঢাকা চিড়িয়াখানার সঙ্গে চুক্তি করে বুধবার চারটি ময়ূরী আনা হয়েছে চট্টগ্রামে। দুই বছর ধরে চট্টগ্রাম চিড়িয়াখানায় ময়ূরী না থাকায় বংশ বিস্তার সম্ভব হয়নি।